
নিউজটাইম ওয়েবডেস্ক : ময়না তদন্তের পর উলুবেড়িয়া হাসপাতাল মর্গ থেকে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর দেহ তুলে দেওয়া হয় মৃতার পরিবারের হাতে। ঝাড়খন্ড থেকে আসা মৃতার ভাই ও অন্যান্যরা বৃহস্পতিবার মর্গে পৌঁছন। ভাই অজয় জানিয়েছেন, তাঁর বোনকে খুন করা হয়েছে। বোনের বিয়ের পর থেকে প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী ও তাদের পরিবারের লোকজন রিয়া ও প্রকাশের বিয়ে বা সম্পর্ক নিয়ে অশান্তি করত। ইদানিংকালে রিয়ার টাকাতেই নাকি প্রকাশের সংসার চলত। প্রকাশ রিয়াকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত এবং তা নিয়ে অশান্তি হতো।
প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী ও তাদের পরিবারের লোক রিয়ার সাথে অশান্তি করত বলে অভিযোগ তুললেন। তিনি এও জানান, সম্প্রতি বোনকে প্রাণে মারার হুমকিও দেয় প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী। এদিকে গ্রেপ্তারের পর বাগনান থানার পুলিশ এদিন উলুবেড়িয়া আদালতে হাজির করে প্রকাশকে। সে সময়ে প্রকাশ সাংবাদিকদের জানায়, সে নির্দোষ। তার সপক্ষে সে নানান কারণ তুলে ধরে সাংবাদিকদের কাছে।আদালত সূত্রে জানা যাচ্ছে প্রকাশকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023