
নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার সাতসকালে রিয়া চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান চালালো পুলিশ। এছাড়া প্রয়াত তারকা সুশান্ত সিং এর বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও। সূত্রের খবর তার বাড়ি থেকে বেশ কিছু ডিভাইস ও নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর মুম্বাইয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়, এবং বেশ কিছু ডিভাইসও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ইতিমধ্যেই সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে আটক করেছে নারকোটিক্স ব্যুরো। সৌভিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে এনসিবি। এনসিবির আধিকারিকরা জানান, এনডিপিএস আইন অনুযায়ী এই রেইড করা হয়েছে। এনসিবি ডেপ্যুটি ডিরেক্টর কে পি এস মালহোত্রা জানান, এই তল্লাশি নিয়মমাফিক হচ্ছে, এই দুই সন্দেহ ভাজনের বাড়িতে তল্লাশি চলছে। তল্লাশির পর রিয়ার ভাই সৌভিককে এনসিবির মুম্বাইয়ের দপ্তরে নিয়ে যাওয়া হয়। তাঁর ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার মাদক পাচারের অভিযোগে আটক জাইদ ভিলাতরার সঙ্গে সৌভিকের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার বাড়িতে নারকোটিকস ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্ট ১৯৮৫ অনুযায়ী তল্লাশি চালায় এনসিবির একটি আধিকারিক দল। তার বাড়ি থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়। এরপর স্যামুয়েলকেও আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। সূত্রের খবর ধৃত মাদক পাচারকারি জাইদ সৌভিক ও স্যামুয়েলকে ড্রাগ সরবরাহ করত। মধ্যস্থতাকারী আবদেল বসিত পরিহারের মাধ্যমে এদের সঙ্গে যোগাওগ হয়েছিল। সূত্রের খবর প্রয়াত অভিনেতা মাঝে মাঝেই তাঁর আবাসনের ছাদে রিয়া, তাঁর ভাই সৌভিক, এবং হাউস ম্যানেজার স্যমুয়েলের সাথে মারিজুয়ানার নেশা করতেন। এই তথ্য যদি ঠিক বলে প্রমানিত হয় তবে সম্পূর্ণ ক্লীন চিট দেওয়া যাবেনা চক্রবর্তী পরিবারকে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022