রিয়া চক্রবর্তীকে গত ৩ দিন গড়ে ৮ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, সোমবার ফের তলব

নিউজটাইম ওয়েবডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে রবিবার নিয়ে টানা ৩ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে, আজ (সোমবার) ফের তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি । মুম্বইয়ে ডিআরডিও সরকারি অতিথিশালায় তদন্তের জন্য আপাতত রয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা, সেখানেই রবিবার দেখা যায় প্রায় ৮ ঘণ্টা গোয়েন্দাদের বাঘা বাঘা প্রশ্নের ঝড় সামলে রাতের দিকে নিজের বাড়ির উদ্দেশে রওনা হন সুশান্তের লিভিং পার্টনার। এক সিবিআই কর্তা জানিয়েছেন, রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই নিয়ে পর পর ৪ দিন তলব করে কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। তিনি আরও জানান, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ভাইকে সঙ্গে নিয়েই রিয়া সান্তাক্রুজের কালিনার ডিআরডিও গেস্ট হাউসে পৌঁছন, সেখানে তদন্তকারী আধিকারিকরা তাঁদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেন। মুম্বই পুলিশের একটি গাড়ি তাঁদের গাড়িটিকে এসকর্ট করে নিয়ে যায়।

রবিবার আরেক প্রকস্থ জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক কেশবকেও।

রিয়া চক্রবর্তী ওষুধের নাম করে বিষ মেশানোর অভিযোগ তো অস্বীকার করেইছেন এবং সেইসঙ্গে জোর গলায় বলেছেন যে তিনি প্রয়াত অভিনেতার কাছ থেকে কখনও এক টাকাও নেননি। রিয়া আরও দাবি করেছে যে সুশান্ত রাজপুত বহুদিন ধরেই গাঁজার নেশায় আসক্ত ছিলেন এবং তিনি অভিনেতার ওই নেশা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেছেন। এমনকী সুশান্তের এই চরম পরিণতির জন্য ঘুরিয়ে অভিনেতার পরিবারকেই দায়ী করেন রিয়া।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube