
নিউজটাইম ওয়েবডেস্ক : বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি সন্দেহভাজনদের তিনজনেরই নমুনার রিপোর্ট নেগেটিভ। রক্তে করোনা ভাইরাসের সংক্রমন না মেলায় আপাতত স্বস্তিতে ফিরল স্বাস্থ্য ভবন।
সোমবার রাত পর্যন্ত বেলেঘাটা আইডি হাসপাতালে ৭ জন সন্দেহভাজনকে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে তিনজনের রক্তের নমুনা বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়েছিল। তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে বাকি ৪ জন এখনও বেলেঘাটা আইডি-তে ভর্তি আছেন । মঙ্গলবার সকালেই নাইসেডের তরফে বেলেঘাটা আইডিকে রিপোর্ট পাঠানো হয়। সেখানকার রিপোর্ট নেগেটিভ। তবে রক্তের সেই একই নমুনা পাঠানো হয়েছিল পুণে নাইসেডে । সেখান থেকে এখনও কোন রিপোর্ট আসেনি। এবিষয়ে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, “মনিটরিং চলছে। সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা আছে। অযথা ভয়ের কিছু নেই।”Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023