
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। বিশ্বজিৎ ঘোষ ।।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান থেকে বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালি উদ্বোধন করলেন দুর্গাপুরের শংকরপুরে রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির। উপস্থিত ছিলেন রাজ্য ফরেন্সিক দপ্তরের আধিকারিকরা। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মোট ১৩৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন আজ মুখ্যমন্ত্রী। কলকাতার ফরেন্সিক ল্যাবরেটরির পর দক্ষিণবঙ্গে এই রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমের অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা নেবে বলেও জানান প্রশাসনিক আধিকারিকরা। চাপ কমবে কলকাতা ফরেন্সিক ল্যাবরেটরির।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023