
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি নির্বাচনের মুখে ফের একবার রাহুল গান্ধীর ‘মোদীকে ডান্ডা পেটা’ মন্তব্য নিয়ে সরব হলেন নরেন্দ্র মোদী। এর আগে সংসদে রাষ্ট্রপতিকে ধন্যবাদমূলক জবাবি ভাষণে নিজের বক্তব্য রাখতে গিয়েও রাহুলের এই ‘ডান্ডা পেটা’ মন্তব্য নিয়ে কটাক্ষ করেন মোদী। এরপর সেই ঘটনা আজও সংসদকে উত্তাল করে রাখে। আর অসম থেকেও মোদী এই বক্তব্য নিয়ে রীতিমতো তোপ দেগেছেন।
মোদীর বক্তব্য ‘কখনও কখনও মানুষ ডান্ডা মারার কথা বলেন। কিন্তু যাঁর কাছে মা বোনেদের এত বড় মাত্রায় রক্ষা কবচ রয়েছে, তাঁকে যতই ডান্ডা মারা হোক, কিচ্ছু হবে না।’ সিএএ পরবর্তী সময়ে এই প্রথম অসম সফরে গিয়ে এভাবেই তোপ দাগেন নরেন্দ্র মোদী। এদিনও তিনি ফের একবার কংগ্রেস শিবিরকে চেনা ছকে আক্রমণ করেন। রাহুল গান্ধী কী বলেছেন? মোদীর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী দিল্লির প্রচারে গিয়ে বলেন, ‘ প্রধানমন্ত্রী বাড়ি থেকে বেরোতে পারবেন না। যুব সমাজ তাঁকে লাঠি পেটা করবে আর তাঁকে বুঝিয়ে দেবে যে এই দেশ এগিয়ে যেতে পারবেন না চাকরীর সুযোগ না বাড়ালে।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022