
নিউজটাইম ওয়েবডেস্ক : বহু বছর ধরে বেহাল রাস্তা। বহু আন্দোলন বহু অভিযোগ জানানোর পরেও সংস্কার হয়নি রাস্তা। বেশ কয়েকবার টেন্ডার হওয়ার পরেও টেন্ডার বাতিল হয়ে যায়। অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে মাথাভাঙ্গা সিতলকুচি রাজ্য সরক অবরোধ করে পিডব্লিউডির শ্রাদ্ধানুষ্ঠান করলো পরিবহন শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ মাথাভাঙ্গা পঞ্চানন মোড় থেকে শীতলকুচি যাওয়ার রাজ্যসড়কে দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। রাস্তা সংস্কারের দাবিতে পি ডাব্লিউ ডি দপ্তরে বহুবার আবেদন করা হয়েছে, বেশ কয়েকবার পথ অবরোধও করছে স্থানীয় বাসিন্দা সহ পরিবহন শ্রমিকরা । এবার পি ডাব্লিউ ডি কে মৃত ঘোষণা করে শ্রাদ্ধানুষ্ঠান এর মাধ্যমে অভিনব আন্দোলন পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা দের।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023