
অনেক দিন ধরেই রাস্তার অবস্থা খারাপ ছিল । সেই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনের পথে নামলেন গ্রামবাসীরা । রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা অন্তর্গত বিন্দোল গ্রামপঞ্চায়েতের পরিহারপুর এলাকায় ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে বিন্দোল চৌরাস্তা মোড় থেকে সীমান্ত এলাকা কয়লাডাঙ্গী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে । স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রশাসনকে একাধিকবার এই রাস্তা সংস্কারের কথা জানানো হলেও এই ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি ।
বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষদের চলাচলের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । এমনকি সীমান্ত এলাকায় অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীদের । ভোটের সময় এলে সব দলের নেতা নেতৃত্বরা এসে প্রতিশ্রুতি দিয়ে চলে যান । ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখা মেলে না বলেও অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসীরা । তাই দল নির্বিশেষে পথ অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তার কাজ না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি ভোট বয়কটের হুমকি দিয়েছেন গ্রামবাসীরা ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023