
রাস্তা না খাস্তা ? অতি নিম্ন মানের রাস্তা তৈরির জন্য রায়গঞ্জের বিধায়ককে ধিক্কার জানিয়ে পোস্টার পড়লো রায়গঞ্জের কমলাবাড়ি১ গ্রামপঞ্চায়েতের উদয়পুরে।পঞ্চায়েত ভোটের আগে রাস্তা তৈরি না হলে, ভোট বয়কটের পাশাপাশি নেতারা ভোট চাইতে এলে তাদের পেটানো হবে, রাস্তা ঝাড় দেওয়ানো হবে, জানালেন ক্ষুব্ধ গ্রামবাসী ।
প্রায় ৫০০ মিটার রাস্তা, ২৮ লক্ষ টাকার বিনিময়ে তৈরি হলেও ১৫ দিন যেতে না যেতেই রাস্তা থেকে উঠে যাচ্ছে পাথর,বালি,সিমেন্ট। রাস্তার এই বেহাল অবস্থা হওয়ায় স্বভাবতই ক্ষিপ্ত এলাকাবাসী। তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরে আন্দোলন, শেষে রায়গঞ্জের বিধায়ক তহবিল থেকে রাস্তা তৈরির কাজ শুরু হয়। কিন্তু ১৫ দিন না যেতেই রাস্তায় হাত পা দিয়ে ঘষলেই উঠে আসছে সারাংশ । বেরিয়ে যাচ্ছে পাথর,বালি ও সিমেন্ট । ফলে ধুলোয় ভরে যাচ্ছে ঘরবাড়ি।আর যার ফলে সমস্যায় পড়েছে এলাকাবাসী।অতি নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। যার জেরে বিধায়ক কৃষ্ণ কল্যানীর নামে পোস্টার লাগিয়ে বিক্ষোভ করলো এলাকাবাসী।এলাকাবাসীর দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক, নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এমনকি পঞ্চায়েত ভোটের আগে রাস্তা তৈরি না হলে ভোট বয়কট করার পাশাপাশি নেতারা ভোট চাইতে এলে নেতাদের পেটানোর কথা জানান এলাকবাসী।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023