
অবিলম্বে আলুর দাম বাড়ানোর দাবিসহ আলু চাষীদের বাঁচানোর উদ্দেশ্য আরো ছয় দফা দাবিতে শনিবার সকালে মুর্শিদাবাদের বড়ঞা থানার হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক অবরোধ করে, আলু রাস্তাতে ফেলে বাহাদুরপুর মোড়ে বিক্ষোভ দেখালো বামেদের কৃষক সংগঠনের পক্ষ থেকে।
শনিবার সকালে বড়ঞা লোকাল থানা কমিটির পক্ষ থেকে বাহাদুরপুর মোড়ে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন দেখিয়ে বেশ কিছুক্ষণ হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক অবরুদ্ধ করে রাখে বাম সংগঠনের এ আই কে এস (A I K S) নেতৃত্বরা। উপস্থিত ছিলেন,সচিদা নন্দ কান্ডারি,আবু বাক্কার সেখ,আজগর সেখ সহ একাধিক নেতৃত্ব।এদিন বিক্ষব্রত কৃষকেরা রাস্তায় আলু খেলে চাষীদের দাবি পূরণের দাবিতে প্রতিবাদ দেখায় রাজ্য সরকারের বিরুদ্ধে পরেরে বড়ঞা থানার বিশাল পুলিশ বাহিনী এস এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
আলুর দাম কুইন্টাল প্রতি এক হাজার এবং আলুর বন্ডের কালোবাজারি রুখতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সারা ভারত কৃষক সভার ধূপগুড়ি ব্লক কমিটি।আলু চাষ এবং আলু চাষী বাঁচাও আন্দোলনে চার দফা দাবিতে পথ অবরোধ ডাক দেওয়া হয়েছে সারা ভারত কৃষক সভার তরফে।রাজ্য সরকারকে আলুর দাম কুইন্টাল প্রতি এক হাজার টাকা দিতে হবে।হিমঘরে আলু সংরক্ষণে চাষিদের অগ্রাধিকার দিতে হবে।এর পাশাপাশি আলুর বন্ডের কালোবাজারি বন্ধ করতে হবে।এই সমস্ত দাবিতে শনিবার ধূপগুড়ি শহরের মিছিল করে মায়ের স্থানের সামনে জাতীয় সড়ক অবরোধ করা হয়।সড়কের উপরে বসে চলে অবরোধ।ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী।প্রায় ৩০ মিনিট অবরোধ চলে।পরবর্তী সারা ভারত কৃষক সভার তরফে তাদের দাবির বিষয়ে একটি স্মারকলিপি ধূপগুড়ি থানার আইসির হাতে তুলে দেয়।পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023