
নিউজটাইম ওয়েবডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের বেতন বাড়ছে। বুধবার এই মর্মে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সম্মিলিত সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস-এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে।
নতুন চুক্তি অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের ১৫% বেতন বাড়তে চলেছে। একই সঙ্গে ঠিক হয়েছে, পরবর্তীকালে ব্যাঙ্কের মুনাফার উপর ভিত্তি করে কর্মী-অফিসারদের বেতন বৃদ্ধি হবে। জানা গিয়েছে, নতুন বর্ধিত বেতন চালু হচ্ছে ২০১৭ সালের ১ নভেম্বর থেকে। এই চুক্তির জেরেই ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বেতন সংশোধন হতে চলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি পুরনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী-অফিসারদের বেতনহার। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মুনাফার ভিত্তিতে কর্মী-অফিসারদের বেতন বৃদ্ধির ব্যবস্থা এর আগে বাংলায় দেখা যায়নি। এই ব্যবস্থায় বেতন বৃদ্ধি নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের মুনাফার উপরে। এই বিষয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক হিসেবের পদ্ধতি নির্ধারণ হয়েছে বলেও জানা গিয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022