
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ আপনার বিষন্ন লাগতে পারে। আজ কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ অপ্রয়োজনীয় কাজে টাকা নষ্ট করতে পারেন।
বৃষ: আজ আপনার পরিশ্রমের যথাযথ ফল পাবেন। আজ কোনও ছোট্ট ভ্রমনে যেতে পারেন। আজ ভাই বোনদের থেকে কোনও সুখবর পেতে পারেন। আজ আপনার শত্রুরাও আপনার কাজের প্রশংসা করবে। মিথুন: আজ অপ্রয়োজনীয় কাজে খরচ বাঁচান। আজ সংসারে বিবাদ বাঁধতে পারে। আজ আপনার সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। শারীরিক সমস্যা তৈরি হতে পারে। কর্কট: আজ মনের শক্তি বাড়বে। আজ পারিবারিক ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন। ভালোবাসার সম্পর্কে আছেন যারা তারা অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলুন। সিংহ: আজ দুশ্চিন্তা বাড়বে। অশান্ত হয়ে পড়বেন। আজ কোনও ধর্মীয় স্থানে ভ্রমনে যেতে পারেন। আজ জটিল কোনও পরিস্থিতি থেকে বেরোনোর পথ খুঁজে পাবেন না সহজে। কন্যা: আজ সামাজিকভাবে আপনার যোগাযোগ বাড়বে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত তারা আজ কোনও সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।প্রেমে আছেন যারা, তারা ভালো সময় কাটাবেন। তুলা: আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে।বিনিয়োগের আগে দশবার ভাববেন।আজ কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে। বৃশ্চিক: আজ সব পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আজ পুরষ্কার পেতে পারেন। আজ শান্তিপূর্ণ ভ্রমণে যেতে পারেন। আজ আটকে থাকা কাজ হয়ে যাবে। আজ কোনও ধর্মীয় স্থানে অর্থ বিনিয়োগ করতে পারেন। ধনু: আজ চন্দ্র সঠিক জায়গায় অবস্থান করছে না। আজ ব্যবসায় বিনিয়োগ করবেন না। আজ অপ্রয়োজনীয় ক্ষেত্রে অর্থ খরচ করবেন না। মকর: আজ আপনার রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। কর্মক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। আজ অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক এড়িয়ে চলুন। কুম্ভ: আজ আপনার বিষন্ন লাগতে পারেন। কর্মক্ষেত্রে মনোযোগ দিতে পারবেন না। আজ বিনিয়োগকারীরা সতর্ক থাকুন। মীন: আজ আপনার অখুশি মনে হতে পারে নিজেকে। আজ বন্ধুদেরও শত্রু মনে হবে।আজ আপনার স্বতন্ত্র সিদ্ধান্ত আজ জীবন বদলে দিতে পারে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023