
।।প্রসেনজিৎ সাহা।।
রায়দিঘী: ক্লাবের বন্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের পচাগলা দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রায়দিঘি থানার কাছারি বাজার মোড় এলাকায়। মৃত যুবকের নাম পলাশ ভৌমিক।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রায়দিঘির কাছারি বাজার মোড়ের ফোনিক্স স্পোর্টিং ক্লাবের সদস্যরা ক্লাবের দ্বিতলে গিয়ে দেখেন ক্লাবের উপরের ঘর ভেতর থেকে বন্ধ রয়েছে। এরপরেই বাহিরে থেকে জানালা খুলতেই দুর্গন্ধ বের হতে থাকে। পরবর্তী সময়ে ক্লাবের সদস্যরা দেখেন ঘরের মধ্যে একটি পচা গলা দেহ ঝুলছে। খবর দেওয়া হয় রায়দিঘি থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত যুবক পলাশ ভৌমিকের মা ও মথুরাপুর ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ছয় মাস আগে পলাশ ভৌমিক এর বাবা মারা যান। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলো পলাশ। গত চার দিন আগে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকেই তার আর কোন হদিস পাওয়া যাচ্ছিল না। শুক্রবার রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ক্লাবের বন্ধ ঘর থেকে।
পুলিশের প্রাথমিক অনুমান গলায় ফাঁস লাগিয়ে আত্মগত হয়েছে ওই যুবক।
স্থানীয়রা জানায়, এলাকায় পলাশ ভৌমিক সুদের ব্যবসা করত। সম্প্রতি দেনায় পড়ে যায় পলাশ ভৌমিক। তারই জেরে মানষিক অবসাদে ভুগছিলো সে। সেজন্যই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে সে। অন্যদিকে পলাশ ভৌমিকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।
ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ।
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023