
নিউজটাইম ওয়েবডেস্ক : সময়সূচি অনুযায়ী অযোধ্যা পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের ভূমি পুজোয় প্রধানমন্ত্রী সাথে উপস্থিত আছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত, ও উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। রামলালার মূর্তিতে মালা পরিয়ে পুজোর শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি ভিত্তি প্রস্তর স্থাপন করেন, দেন পুষ্পাঞ্জলীও।
বুধবার সফরসূচী অনুযায়ী, প্রধানমন্ত্রী দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ। অযোধ্যা পৌঁছন সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ। এরপর হনুমান গড়িতে পুজো দেন তিনি, একানে তাঁকে রূপোর মুকুট দিয়ে স্বাগত জানানো হয়। দুপুর ১২টায় শুরু হয়েছে পুজোর প্রক্রিয়া। এই মন্দিরে উপস্থিত আছেন যোগ গুরু রামদেব বাবাও। ভূমি পুজো উপলক্ষে দিল্লির আরএসএস দফতরে যজ্ঞের আয়োজন করা হয়েছে। উমা ভারতী ট্যুইট করে জানিয়েছেন ভূমি পুজোয় উপস্থিত থাকবেন তিনি। রামমন্দিরের ভূমি পুজোয় উপস্থিত সমস্ত অতিথীদের সকলের হাতে তুলে দেওয়া হবে রূপোর কয়েন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ মন্দির নির্মাণের জন্য পাঠাবেন ১১টি রূপোর ইঁট পাঠিয়েছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022