
নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ ব্লক অফিসে বিজেপি বিক্ষোভ ডেপুটেশনে স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পল। রানীগঞ্জ ব্লকের সমস্ত জায়গায় পানীয় জলের সরবরাহ, রাস্তাঘাটের উন্নয়ন, পুকুর বুজিয়ে প্লট করার বিরোধিতা, ডেঙ্গি দমনে উপযুক্ত ব্যবস্থার দাবি সহ মোট ১৭ দফা দাবিতে এই বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয় রানীগঞ্জের বিডিওর কাছে। বিজেপি নেত্রী তথা স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পলের দাবি, এই সরকার কিছুই করছে না, কোন সরকারি প্রকল্পের টাকা ঠিকমতো পাওয়া যাচ্ছে না।
তিনি আরও জানিয়েছেন, টাকা নয় ছয় হচ্ছে, কেন্দ্রীয় সরকার অর্থ দিলেও তার হিসাব নেই ,একটা নৈরাজ্য চলছে। এই রাজ্য সরকার হিসেবে না দিলে কেন্দ্রীয় সরকার যাতে কোনও টাকা বরাদ্দ না করে তার জন্যও আবেদন করেন তিনি। অন্যদিকে এক মাসের মধ্যে এই দাবি-দাওয়া না মিটলে লাগাতার আমরণ আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা ।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023