
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। অরুণাভ ঘোষ ।।
রাত পোহালেই দোল বাঙালির বসন্ত উৎসব। লাল নীল সবুজ আবিরে রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা। তার আগে রঙের বসার নিয়ে বসেছে বিক্রেতারা। ভিড় জমিয়েছে ক্রেতারাও।তবে রং নয় এবছর রংমে রঙের আবিরের প্রতি আকর্ষণ বেশি মানুষের । বিক্রেতারা জানাচ্ছে এখনো পর্যন্ত আবিরের বিক্রি মোটামুটি হলেও কেমিক্যালযুক্ত রং এর বিক্রি অনেকটাই কম। সঙ্গে এবার বিশেষ আকর্ষণের মাত্রা পেয়েছে জেনারেটর আবির বা অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে আবির যা মধ্যবিত্তদের বাজেটের থেকে বেশি হলেও বিশেষ আকর্ষণ পেয়েছে এ বছর। এছাড়া বিশেষ আকর্ষণ রয়েছে রংবেরঙের টুপি ও মুখোশ। চাইনিস পিচকিরি বিকিকিনি হচ্ছে। রংয়ের বাজার চড়া।ছোট পিচকারী চল্লিশ থেকে ৬০ টাকা।বড় পিচকারী 200 থেকে 250 টাকা।লুজ আবির ১৫ টাকা ১০০ গ্রাম।আর প্যাকেট কুড়ি টাকা থেকে শুরু ৫০ টাকা পর্যন্ত রয়েছে। স্প্রে কালার ৫০ থেকে ৮০ টাকা।বেলুনের দাম ১৫ থেকে ৩০ টাকা প্যাকেট।টুপি চল্লিশ টাকা মুখোশ পঞ্চাশ টাকা।তবে এবারের বাজারে বিশেষ আকর্ষণ ফায়ার সিলিন্ডার আবির ২২০০ টাকা থেকে ৪২০০ টাকা পর্যন্ত দামLatest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023