রাতের অন্ধকারে ভাঙড়ে দাপট মাটি মাফিয়াদের, প্রতিবাদ গ্রামবাসীদের

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।

ফের মাটি মাফিয়াদের দাপট দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ে। রাতের অন্ধকারে কৃষিজমি থেকে মাটি চুরির প্রতিবাদ করল এবার স্থানীয় গ্রামবাসীরাই। মাটির ডাম্পার আটকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এবং মাটি চুরি রুখতে প্রতিবাদ করেন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের কাশিপুর থানার পাওয়ার গ্রিড সাবস্টেশনের অদূরে পোলেরহাট জয়নগর গ্রামে।

স্থানীয়দের দাবি পোলেরহাট হাইস্কুলের পাশে বন্ধ থাকা একটি ইটভাটা লাগোয়া জমি থেকে মাটির নেওয়ার জন্য ডাম্পার চালাচ্ছিল স্থানীয় মাটি মাফিয়ারা। সেই খবর জানাজানি হতেই সোমবার রাতে শ্যামনগরের  গ্রামবাসীরা ওই ডাম্পার গুলি ঘিরে বিক্ষোভ দেখান। কৃষি জমি বাঁচাতে তারা দৃঢ সংকল্প গ্রহণ করেন। ‘জীবন দেবে কিন্তু মাটি দেবে না’ বলে  শপথ নেয় তাঁরা। রাত পাহারার পর মঙ্গলবার সকালে কাশিপুর থানায় মাস পিটিশন জমা করেন স্থানীয়রা।

ঐদিন রাতের অন্ধকারে মাটি চুরি হচ্ছে এই খবর দেওয়া হয় কাশিপুর থানা কেও। যদিও ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। কয়েকদিন আগেই কাশিপুর থানা এলাকার ভোমরু গ্রাম থেকে দুটি মাটির ডাম্পার আটক করেছিল কাশিপুর থানার পুলিশ। এই ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরেও কিভাবে মাটির ডাম্পার চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। জমি কমিটির সদস্যদের দাবি এই কাজ তৃণমূলের মদতেই চলছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube