রাতারাতি অ্যাকাউন্টে ঢুকল লক্ষাধিক টাকা, হতবাক গ্রাহকারা

নিউজটাইম ওয়েবডেস্ক : একই ব্যাঙ্কে বেশ কিছু গ্রাহকদের অ্যাকাউন্টে রাতারাতি ক্রেডিট হল পাঁচ হাজার থেকে এক লক্ষ টাকা। হঠাৎ করে এই অতিরিক্ত টাকা কোথা থেকে এল তা নিয়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দাসের দীঘলগ্রাম এলাকায়।

গত ৭ ফেব্রুয়ারি ওই ব্যাঙ্কের দীঘলগ্রাম শাখার এক গ্রাহক তাঁর পাশবুক আপটুডেট করতে এসে প্রথম বিষয়টি খেয়াল করেন। অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢোকার কথা জানা জানি হতেই ব্যাঙ্কে গিয়ে পাশ বই আপ টু ডেট করার জন্য ভিড় জমান গ্রাহকেরা। পাশবুক আপডেট করতেই বেশ কিছু গ্রাহকের মুখে হাসি ফুটলেও অনেকেই নিরাশ হয়ে ফিরে ‌যান। কিন্তু ‌অতিরিক্ত ‌যে টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকেছে তা কোথা থেকে এল তা নিয়ে এখনও কোন তথ্য পাওয়া ‌যায়নি।

এদিন নবকুমার হাটি নামে এক গ্রাহক জানান, ওই ব্যাঙ্কে আমার এবং আসার স্ত্রীর দুটি আলাদা অ্যাকাউন্ট আছে। পা‌শবুক অপডেট করতে গিয়ে দেখি আমার নিজের অ্যাকাউন্টে কোন টাকা না ঢুকলেও স্ত্রী’র অ্যাকাউন্টে ১৭ হাজার ৩৫৯ টাকা ঢুকেছে। তবে অপর একজন গ্রাহকের দাবি, তাঁদের পরিবারের ৪ জন সদস্যের অ্যাকাউন্টে থাকলেও একটিতেও টাকা ঢোকেনি।

এই পুরো বিষয়টি স্বীকার করেছেন ওই ব্যাঙ্কের এক আধিকারিক। তাঁর কথায়, বেশ কিছু গ্রাহকের অ্যাকাউন্টে এনইএফটির মাধ্যমে ৩ হাজার থেকে ১ লক্ষ টাকা প‌র্যন্ত ঢুকেছে, কিন্তু কোথা থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকেছে তা এখনও জানা ‌যায়নি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube