
সোমবার গভীর রাতে নাগরাকাটায় আড়াই ঘন্টা তাণ্ডব চালিয়ে টিনের বেড়া ভেঙে ১৮ বস্তা কালো নুনিয়া ধান খেয়ে নষ্ট করে দিল একটি দলছুট বুনো হাতি । এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে ।
স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে গভীর রাতে, প্রায় একটা নাগাদ পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে একটি বুনো দাতাল হাতি বেড়িয়ে আসে ।এরপর সে নাগরাকাটার ৩নং রেলগেট এলাকায় ঢুকে পড়ে । ঢুকেই সন্তোষি দত্ত নামে এক বাসিন্দার বাড়ির সামনে চলে আসে এবং সেই বাড়ির বেড়া ভেঙ্গে সেখানে মজুত রাখা কালো নুনিয়ার ধান বের করে খাওয়া শুরু করে দেয় ।
সাড়ে তিনটে পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থেকে ১৮ বস্তা ধান বের করে খেয়ে নষ্ট করে দেয় সেই বুনো হাতিটি ।এরপরই বন দফতরে খবর দেওয়া হলে, খুনিয়া রেঞ্জের বনকর্মিরা এসে হাতিটিকে তাড়িয়ে ফের জঙ্গলে ঢুকিয়ে দেয় ।
Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023