রাজ্য স্তরের খেলোয়ার বর্তমানে সবজি বিক্রেতা

নিউজটাইম ওয়েবডেস্ক : জাতীয় স্তরে দেশের হয়ে মহিলা ফুটবল খেলে, বর্তমানে জোমাটোর ডেলিভারি গার্লম, পৌলমী অধিকারী। পৌলমীর ভিডিও ভাইরাল হয়েছে আগেই। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন অনেক প্রতিভাবানেরা লুকিয়ে রয়েছেন, যারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নিজেদের স্বপ্ন ছুঁতে পারেন না। ভগ্নহৃদয়ে না পাওয়া ইচ্ছে মনে চেপে, হাসিমুখে অনিচ্ছাকৃত কাজের বোঝা নিজের কাঁধে নেয় পৌলমীর মতো।খানিকটা তেমনই গল্প উঠে এলো আরও একজনের জীবনকে কেন্দ্র করে।  

বেহালার সখের বাজারে রাস্তার ধারে বসে সবজি বিক্রি করতে দেখা যায় সুকদেব গায়েন নামে এক যুবককে। তাঁর স্বপ্ন পূরণ হলে যে জীবন অন্য খাতে বইতে পারত তা কী আর কেউ বুঝতে পারেীই সুকদেবই একদিন রাজ্যস্তরে হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ান পুরষ্কারও পেয়েছেন। স্বপ্ন ছিল, হ্যান্ডবল খেলে সমৃদ্ধ হবেন, কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে।

সুকদেবের খেলা বন্ধ হয়ে গিয়েছে আর্থিক অনটনে। তবুও ভেবেছিলেন কোনওভাবে উপার্জন করে খেলা চালিয়ে যাবেন। কিন্তু সেই পথে কাঁটা হল কোভিডের সময়ের লকডাউন।সেই সময় প্রবল অর্থকষ্ট শুরু হয় সুকদেবের পরিবারে। তখন বাধ্য হয়েই সবজি বিক্রির পথ বেছে নেন সে। কিন্তু মন রয়ে গিয়েছে হ্যান্ডবলের গ্রাউণ্ডে।

ফাইল ভর্তি সার্টিফিকেট সুকদেবের। রাজ্য স্তরে হ্যান্ডবল খেলার দলিল সেই সার্টিফিকেটগুলি। এখন সেই সার্টিফিকেটগুলি কেবল আলো-বাতাস খেতে বের করা হয় ফাইল থেকে। কিন্তু সুকদেবের স্বপ্নেরা আলো-বাতাস পায় না।এখন তাঁর ইচ্ছে, এগিয়ে আসুক সরকার। স্বপ্নের পথে এগিয়ে যেতে কিছুটা হলেও সাহায্য করা হোক তাঁকে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube