
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসকে ঘিরে সোমবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিয়েছে কেন্দ্র। এবার একই রাস্তায় হাঁটল রাজ্য সরকারও।
শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী সোমবার থেকে রাজ্য সরকারের অফিসে কর্মচারীদের উপস্থিতি কমানো হবে। ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করতে পারবেন। ,সবাই ঘুরিয়ে ফিরিয়ে কাজ করার সুযোগ পাবেন । একইসঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও কর্মীসংখ্যা কমানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন বেসরকারি সংস্থাগুলিতে কর্মীসংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনা হোক। একদিন ৫০ শতাংশ কর্মী অফিসে আসবেন। বাকিরা বাড়ি থেকে কাজ করবেন। পরদিন উলটো হবে। অর্থাৎ আগেরদিন যাঁরা বাড়ি থেকে বসে কাজ করেছিলেন, তাঁদের অফিসে যেতে হবে। আর যাঁরা অফিসে গিয়েছিলেন, তাঁদের বাড়ি থেকে কাজের সুযোগ পাবেন। জনসমাগম কমিয়ে এভাবেই করোনা আটকানোর চেষ্টায় তৎপর রাজ্যLatest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022