
নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার গভির রাত পর্যন্ত তান্ডবলীলা চালানোর পর অবশেষে বৃহস্পতিবার সকাল থেকে থমথমে বাংলার আমফান বিধ্বস্ত এলাকাগুলি। যা ক্ষয়ক্ষতি হবার তা তো হয়েইছে। তাহলে কি অবশেষে বিদায় নিল আমফান! এবিষয়ে ফের দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ২১ তারিখ তথা বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। যা এদিন সাকালেও নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় চলবে বিপর্যয়। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, মালদা ও উত্তর দিনাজপুরে। তারপর ধীরে ধীরে বাংলাদেশ অভিমুখে সরে যাবে এই ঝড়।
রাজ্যের বিভিন্ন অংশে ১১৫-১৩০ কিমি বেগে ঝড় বইবে। এক আবহাওয়াবিদের কথায়, ‘বাংলাদেশ ঘেঁষা নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় এই ঘূর্ণিঝড় নিজের অস্তিত্ব জানান দেবে।’ সেইসঙ্গে পূর্ব মেদিনীপুর-পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলিতেও প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ৭০-৮০ কিলোমিটার বেগে ঝড়ও হবে। দক্ষিনবঙ্গের পাশাপাশি বৃহস্পতিবার উত্তরবঙ্গেও জের থাকবে আমফানের। মালদা, উত্তর দিনাজপুরে বাড়তে পারে বৃষ্টির পরিমান। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা বলেন, ‘পূর্বাভাস মিলে যাওয়াটা এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে দুঃখজনক। তবে পূর্বাভাস মেনে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ফলে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমতে পারে।’Latest posts by news_time (see all)
- প্রথম রূপান্তরকামী ‘বাবা’ সন্তান প্রসব করলেন - February 9, 2023
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023