
নিউজটাইম ওয়েবডেস্ক : সপ্তাহে দু’দিন করে লকডাউন জারির সূত্র মতে শনিবার দ্বিতীয় দিনের লকডাউন চলছে রাজ্য জুড়ে। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের গতি রুখতে সপ্তাহে দু’দিন করে লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত সোমবার নবান্ন থেকে স্বরাষ্ট্রসচিব সকলকে সতর্ক করে দিয়ে ঘোষণা করেন যে, রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, খুবই শোচনীয় অবস্থা শহর কলকাতার। এই সংক্রমণ রুখতে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সপ্তাহে দুই দিন করে কড়া লকডাউন বলবৎ থাকবে রাজ্যে। সেই ঘোষণা মতোই গত বৃহস্পতিবারও লকডাউন করা হয় গোটা রাজ্যে। শনিবারও দেখা গেল কার্যত বনধের চেহারা নিয়েছে গোটা রাজ্য। সমস্ত দোকানপাট বন্ধ, রাস্তাঘাট শুনশান, রাস্তায় নেই কোনও গণপরিবহণ। এই লকডাউনে একমাত্র ওষুধের দোকান ও হাসপাতালগুলো ছাড়া বন্ধ বাকি সব। আজকের (শনিবার ২৫ জুলাই) মতোই আগামী বুধবারও (২৯ জুলাই) রাজ্যে লকডাউন জারি রাখা হবে। আপাতত এই দুই দিন কলকাতা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না। সম্পূর্ণ বন্ধ থাকবে বিমানবন্দর, শুক্রবার এই খবর জানায় নবান্নের একটি সূত্র।
রাজ্যের বিভিন্ন জায়গায় লকডাউন মানা হচ্ছে কিনা তা দেখতে চলছে পুলিশ টহলদারি। রাজ্যের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ব্যারিকেড। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এমনকী চলছে না সরকারি পরিবহণও। বন্ধ রাখা হয়েছে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাজার। রেলের কর্মীদের যাতায়াতের জন্যে হাওড়া ও শিয়ালদহ শাখায় যে বিশেষ ট্রেনগুলো চালানো হচ্ছিল শনিবার সেই ট্রেনগুলোর অধিকাংশই বাতিল করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রথম দ্বি-সাপ্তাহিক লকডাউন কার্যকর করতে প্রায় রণং দেহী চেহারা নেয় রাজ্য প্রশাসন। ওই দিন লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করার অপরাধে ৩,৮০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৫৩,৯৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরাজ্যে মোট ১,২৯০ জনের প্রাণ কেড়েছে ওই মারণ ভাইরাস।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022