
নিউজটাইম ওয়েবডেস্ক :
করোনাভাইরাস সন্দেহে ভর্তি করা হয়েছিল। কিন্তু রিপোর্ট আসার আগেই মৃত্যু হয়েছিল মহিলার। পরে রিপোর্টে জানা যায়, তিনি করোনাভাইরাস পজিটিভ। এর ফলে, রাজ্যে করোনায় মৃত বেড়ে দাঁড়াল তিন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত ৬ মার্চ স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলেন ৪৯বছর বয়সী ওই মহিলা। ১৩ মার্চ দার্জিলিং মেলে হাওড়ায় ফেরেন তিনি। সেখান থেকে সালকিয়ার বাড়িতে গিয়েছিলেন। প্রথমে কোনও উপসর্গ না থাকলেও গত বৃহস্পতিবার থেকে তাঁর জ্বর, প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছিল। মাঝে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন তারা। তারপরও পরিস্থিতির অবনতি হওয়ায় গত রবিবার তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর সোয়াভের নমুনা পাঠানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে। রিপোর্ট আসার আগেই সোমবার বিকেল নাগাদ তাঁর মৃত্যু হয়। পরে রিপোর্ট এসে পৌঁছাতে দেখা যায়, মহিলা করোনায় আক্রান্ত ছিলেন। ইতিমধ্যে মহিলার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা কীভাবে সংক্রমিত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। মহিলার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের চিহ্নিত করার তৎপরতাও শুরু হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসতর্কতার অভিযোগ তুলেছেন নার্সরা। তাঁদের দাবি, গত রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে জেনারেল ওয়ার্ডে ছিলেন। পরে রাত সাড়ে ন’টায় সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। নার্সদের অভিযোগ, প্রথম থেকেই করোনার উপসর্গ থাকায় মহিলাকে আলাদা রাখার জন্য বারবার অনুরোধ করেন তাঁরা। কিন্তু তাতে আমল দেননি কর্তৃপক্ষ। জেনারেল ওয়ার্ড ও সিসিইউ-তে অনেক রোগীর সঙ্গে তাঁকে রাখা হয়েছিল। যাতে ক্ষুব্ধ হন তারা। পাশাপাশি, করোনা আক্রান্তদের চিকিৎসার সময় প্রয়োজনীয় পিপিই দেওয়া হয়নি বলে অভিযোগ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022