রাজ্যে বাড়ছে করোনা থেকে সুস্থতার সংখ্যা, গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত ২,১৬৬ জন

নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রভাব কাটিয়ে সেরে ওঠার হার যেন নতুন আশার আলো দেখাচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিনে যে সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে, এই প্রথম রাজ্যে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যাকে ছাড়িয়ে গেল ওই রোগ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা। তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মোট ২,১৬৬ জন রোগীকে করোনা মুক্ত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সোমবার পশ্চিমবঙ্গে ২,১১২ জন নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। এর ফলে সব মিলিয়ে এরাজ্যে এখনও পর্যন্ত ৬০,৮৩০ জন এই রোগের কবলে পড়েছেন।

গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন রোগীর প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। ফলে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এখন ১,৪১১ জন।

রাজ্যে বর্তমানে ১৯,৫০২ জন করোনায় ভুগছেন। পাশাপাশি এখনও পর্যন্ত চিকিৎসা সহায়তায় ৩৯,৯১৭ জন কোভিড -১৯ রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ফলে রাজ্যে করোনা থেকে সুস্থতার হার বেড়ে ৬৫.৬২ শতাংশে এসে পৌঁছেছে।

করোনা সংক্রান্ত ওই পরিসংখ্যানে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে ১৭.০০৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ টেস্টের জন্যে পাঠানো হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube