রাজ্যে প্রথম বিধায়কের মৃত্যু করোনা আক্রান্ত হয়ে, শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমনাশ ঘোষ। রাজ্যে এই প্রথম বিধায়কের মৃত্যু হল করোনাতে। বাইপাসের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণ চব্বিশ পরগণার ফলতার তিনবারের বিধায়ক ছিলেন তিনি। ১৯৯৮ সাল থেকে ‌যুক্ত ছিলেন তৃণমূলের সাথে। ভোট ‌যুদ্ধে বিরোধীদের হেলায় হারালেও এবারে আর পারলেন না তমনাশ ঘোষ। বয়স হয়েছিল প্রায় ৬০ বছর।

গত ২৪শে মে থেকে বাইপাসের এই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভর্তি হবার পর থেকে তাঁর শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর অবস্থা নিয়ে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী উদ্বেগও প্রকাশ করেন। শুরুতে তিনি বিশেষ গুরুত্ব না দিলেও পরের দিকে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে ‌যাওয়া হয়। এই কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল বলে আশঙ্কা করা হয়।

বিধায়কের পরিবারের আরও বেশ কয়েকজন সংক্রামিত ছিলেন বলে জানা ‌যাচ্ছে। তাঁরা সকলেই সফল চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‌যাঁরা স্বীকার করতে চাননি, রোগ গোপন করতে চেয়েছেন তারাই সমস্যায় পড়েছেন।

বিধায়ক তমনাশ ঘোষকে ‌যখন হাসপাতালে নিয়ে ‌যাওয়া হয় তখন তাঁর অবস্থা ছিল বেশ গুরুতর। এরপর খানিকটা উন্নতি হলেও গত তিন দিন ধরে ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে। একে একে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করতে থাকে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়, মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু হয়েছে বিধায়কের।

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube