
নিউজটাইম ওয়েবডেস্ক : ডিজিটাল রেশন কার্ডের প্রক্রীয়া স্বচ্ছ রাখতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে এসএমএস ও বায়েমেট্রিক পদ্ধতিতে কাজ শুরু হবে খাদ্য বিভাগে। এই নতুন ব্যবস্থায় সমস্ত গ্রাহককে তাঁদের রেশন কার্ডের সাথে তাঁদের আধার কার্ড এবং ফোন নং সংযুক্ত করতে হব। বর্তমানে প্রত্যেক মাসের তৃতীয় ও চতূর্থ সপ্তাহে গ্রাহককে মোবাইল নম্বর, রেশন কার্ড ও আধার কার্ড নিয়ে তাঁদের নির্দিষ্ট রেশন অফিসে যোগাযোগ করতে হবে। দোকানে বা অফিসে যান্ত্রিক ভাবে গ্রাহকদের আধার কার্ডের সাথে রেশন কার্ড সংযুক্তিকরণের কাজ সম্পন্ন হবে।
আধারের সাথে সংযুক্তিকরণ সম্পন্ন হলে, বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন নিতে পারবেন গ্রাহকরা। বায়োমেট্রিক ছাড়াও ফোন নম্বরে ওটিপি দিয়ে রেশন নেওয়ার সুযোগও থাকবে গ্রাহকদের জন্য। তবে লকডাউন না ওঠা পর্যন্ত শুরু হবে না এই পদ্ধতি। কেন্দ্রের তরফ থেকে কিছুদিন আগেই নভেম্বর মাস পর্যন্ত রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এরপরই রাজ্যের তরফ থেকে রাজ্যে আগামী ২০২১ সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলা হয়। রেশন বিলি নিয়ে প্রথম থেকেই বিস্তর অভিযোগ আসছিল বিভিন্ন জেলা থেকে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপও নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যেই রেশন বিলির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পথ খুঁজছিল প্রশাসন। এবার এই বায়োমেট্রিক পদ্ধতিতে তা আরও সহজ হবে বলেই মনে করচেন তাঁরা। রাজ্যে বর্তমানে মোট রেশন কার্ডের সংখ্যা প্রায় ১০ কোটি। তাদের মধ্যে বেশির ভাগেরই ফোন নম্বরের সাথে রেশন কার্ড সংযুক্ত করা নেই। ফলে বর্তমানে এই সংযুক্তিকরণের কাজেই জোর দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022