
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে বাড়ছে করোনায় সুস্থতার হার। আশার আলো দেখছেন চিকিৎসকরা। পরিস্থিতিকে খানিকটা শান্ত করে, রাজ্যে টানা দু’দিন বেড়েছে সুস্থতার হার। দ’দিনই নতুন করে আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা করেনা আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এর ফলে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে।
গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৭জন, এবং সুস্থ হয়েছেন ৪৩৪ জন। যা চিকিৎসাধীন থাকা করোনা আক্রান্তদের সংখ্যা ৫৫৫২ থেকে কমিয়ে ৫৫১৫ এ এনেছে। প্রসঙ্গত, কিছুদিন আগেও যখন গোটা দেশে করোনা আক্রান্তের থেকে করোনার সুস্থতার হার বেড়েছিল তখনও আশার আলো দেখা যায়নি রাজ্যে। তখনও ক্রমাগত বেড়ে চলেছিল আক্রান্তের হার। তবে চিকিৎসক মহলের দাবি যে ভুল নয় তা প্রমাণিত হল। কয়েক মাসের সময়ে ২০ শতাংশ সুস্থতার হার গিয়ে পৌঁছেছে ৪৭.৭৯ শতাংশ। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সুস্থতার হার বাড়লেও বাড়েনি পজিটিভ কেসের হার, প্রত্যেক ১০০ টি নমুনায় গড়ে ৩ জন পজিটিভ হিসেবে মিলছে। তবে কোনোভাবেই কলকাতায় কমছেনা দুশ্চিন্তা। এদিন ২৪ ঘন্টায় নতুন করে ১০৪ জন করোনা পজিটিভের খোঁজ পাওয়া গেছে শহরে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের, এর মধ্যে ৪ জন কলকাতার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022