
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে আবার ও করোনা উপস্থিতি। শনিবার আরও একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলল। উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা ওই যুবতী । আপাতত বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ভরতি আছেন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল।
সূত্রের খবর, গত শুক্রবার স্কটল্যান্ড থেকে কলকাতায় ফেরেন বছর তেইশের ওই যুবতী। সেখানে বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরেট করেন তিনি। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, যুবতী প্রথমে মুম্বইয়ে নামেন। সেখান থেকে ডমেস্টিক উড়ান ধরে কলকাতায় আসেন। কিছু উপসর্গ দেখা দেওয়ায় বিমানবন্দর থেকে সোজা বেলেঘাটা আইডিতে আসেন যুবতী। তিনি কোনো কিছু গোপন করেন নি বলে স্বাস্থ্য অধিকর্তা বলেন । বিমানবন্দর কর্তৃপক্ষকেও নিজের সফর যাবতীয় তথ্য দেন । ভরতি হওয়ার প্রস্তাব ও নিজেই দেন। তাঁর লালারস সংগ্রহ করে নাইসেডে পাঠানো হয়। গতরাত সাড়ে ১১ টায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয়বারও পরীক্ষা করা হয়। সেই রিপোর্টও পজিটিভLatest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022