
নিউজটাইম ওয়েবডেস্ক : আনলক ওয়ানে প্রতিদিন রেকর্ড গড়ছে দেশে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র, গুজরাট থেকে শুরু করে দিল্লি সংক্রমণের বিচারে এখনও পর্যন্ত অনেখানি এগিয়ে। তবে পিছিয়ে নেই বাংলাও। তবে গত ২৪ ঘন্টায় ভালো-মন্দ দুধরনের ঘটনার সাক্ষি থাকল রাজ্য। এদিন একদিকে যেমন পূর্বের সমস্ত রেকর্ড ভাঙল রাদ্যের আক্রান্তের সংখ্যা। ঠিক সেভাবেই করোনার বিরুদ্ধে লড়াই করে এদিন সবচেয়ে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
রাজ্যের স্বাস্থ্যদপ্তরের তরফে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। যার জেরে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৪৪। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৯ জন। সব মিলেয়ে বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫১ জনের। তবে আশার কথা হল, রাজ্যে মৃতের সংখ্যার তুলনায় সুস্থ হয়ে ওঠার হার অনেক বেশি। যা ক্রমবর্ধমান সংক্রমণের মধ্য়েও সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্য সরকারকে আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্যদপ্তরের তরফে জানা গিয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছেন ২১৮ জন। এর ফলে রাজ্যে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৪,২০৬। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রায় ৪১.০৫ শতাংশ করোনা রোগী। আনলক ওয়ান জারি হওয়ার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা বাংলা। খুলে গিয়েছে সরকারি-বেসরকারি সমস্ত অফিস থেকে শুরু করে শপিং মল, রেস্তরাঁ, ধর্মীয় স্থান। যার ফলে নতুন করে সংক্রমণের ভয় থেকে যাচ্ছে। কিন্তু তার মধ্যেও রাজ্যো সুস্থতার হার নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের।Latest posts by news_time (see all)
- দুর্ঘটনায় মৃত্যু পরিজায়ী শ্রমিকের - June 3, 2023
- দুর্ঘটনায় গুরুতর জখম, খোয়া গিয়েছে টাকাও - June 3, 2023
- দুর্ঘটনার কবলে একই পরিবারের ৩ সদস্য, নিখোঁজ ২! - June 3, 2023