
নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪২৬ জন। সংক্রমণে প্রতিদিন ৪০০-র কাঁটা ছুঁয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। সোমবার সন্ধ্যায় নবান্নের প্রকাশিত বুলেটিনে জানানো হয় এই সংখ্যা। এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরোলো ৮ হাজারের গন্ডি।
তবে রাজ্যে সুস্থতার হার আশার আলো দিচ্ছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১৬২ জন। বর্তমানে রাজ্যে মোট সুস্থের সংখ্যা ৩৪৬৫। মৃত্যু হয়েছে আরও ৯ জনের। ফলে বর্তমানে মোট করোনায় মৃতের সংখ্যা ৪০৫। বর্তমানে চিকিৎসাধিন আছেন ৪৭৪৩। রাজ্যে গড়ে সোয়াব নমুনা পরীক্ষার সংখ্যা ৯০০০। মঙ্গলবার পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২ লক্ষ ৮০ হাজার ৯৮।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022