রাজ্যে একদিনে সংক্রমিত ৩১৭৫ জন! মোট সুস্থতার হার ৭৫%

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৩১৭৫ জন। এই সংখ্যা ধরে মোট সংক্রমিত ১,২২,৭৫৩ জন। একদিনে মৃত ৫৫ জন, মোট মৃত ২৫২৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ হাজার মানুষ সুস্থ হয়েছে। রাজ্যে এখন সুস্থতার হার ৭৫%। মোট সক্রিয় সংক্রমণ ২৭,৫৩৫। স্বাস্থ্য দফতর সূত্রে প্রকাশিত তথ্যে এই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ৩৫,১০৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ৯২,৬৯০ জন সুস্থ হয়েছেন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জন, ১১ জন উত্তর ২৪ পরগনায়, হাওড়া-হুগলি থেকে নয় জনের মৃত্যুর খবর মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় মৃত তিন জন।

এদিকে, করোনায় মৃত্যুর পাশাপাশি কোমর্বিডিটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৬৪,৫০০ জন। একদিনে মৃত ১০৯২। গত ১৫ দিনে দৈনিক সংক্রমণের বিচারে বিশ্বে প্রথম ভারত। দেশে মোট সংক্রমিত ২৭,৬৭,২৭৩ জন। মোট মৃত ৫২ ৮৮৯। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০,৩৭,৮৭০ জন। সুস্থতার হার ৭৩.৬৪%। প্রতি লক্ষে সংক্রমিত ৮.০৫%।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube