রাজ্যে একদিনের মধ্যেই নতুন করে আক্রান্ত আরও ৩৯৬ জন, মৃত ১০

নিউজটাইম ওয়েবডেস্ক : সারা বিশ্বেই এর ত্রাসের জের অপ্রতিরোধ্য, করোনা ভাইরাস। ওই ভয়ঙ্কর রোগটি মহামারী আকারে দেখা দিয়েছে ভারতেও, আর দেশের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গেও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড- ১৯ রোগীর সংখ্যা। রাজ্য সরকারি পরিসংখ্যান মতে, গত একদিনের মধ্যেই এ রাজ্যে  নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৯৬ জন, মৃত্যু হয়েছে ১০ জন রোগীর। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন করে ওই ১০ জন রোগী  মারা যাওয়ায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৩ জনে। যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে কলকাতা থেকে আছেন ৮ জন এবং বাকি ২ জন উত্তর চব্বিশ পরগনা ও বীরভূম জেলার বাসিন্দা ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া মেডিকেল বুলেটিনে জানা গেছে, এখনও পর্যন্ত এরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৭৭২ এ। এর মধ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪২৩ জন।

এর আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত যতজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তার মধ্যে ৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছিলেন কোমর্বিডিটির কারণে। সেই সঙ্গে আরও জানা গেছে যে, নতুন করে যে ৩৯৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ১১৬ জনই কলকাতা শহরের। ফলে রীতিমতো আশঙ্কায় ভুগছেন শহরবাসী।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube