
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে দিনের পর দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ফের নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। অন্যদিকে একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১৩ জন। তবে আশার কথা হল মৃতের সুলনায় এখনও রাজ্যের করোনা আক্রান্তদের সুস্থতার হার অনেক বেশি। গত ২৪ ঘন্টায় ২৫২ জন করোনা লড়াইয়ে জয়ী হয়েছেন।
রাজ্যের তরফে জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ সবচেয়ে বেশি পশ্চিম মেদিনীপুরে। সেখানে ৮৩ জনের শরীরে করোনা মিলেছে করোনা ভাইরাসের হদিশ। বর্তমানে শেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কম (২৪ জন) হলেও মোট আক্রান্তের সংখ্যা ১৩৮৮ জনে দাঁড়িয়েছে। তালিকায় এরপরেই রয়েছে হাওড়ার নাম। সেখানে গত ২৪ ঘন্টায় ২০ জন জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০। গত ২৪ ঘন্টার নিরিক্ষে রাজ্যের আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৮৭ জন। মোট মৃতের সংখ্যা ৩২৪ জন। একইসাথে কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের। তবে এরই মধ্যে বেড়েছে বাংলার সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ২৫২ জন এই মারণ ভাইরাসের থাবা থেকে মুক্তি পেয়েছে। যার ফলে গোটা রাজ্যে এখন সুস্থতার সংখ্যাটা দাঁড়াল ৪৪৮৮ জনে।Latest posts by news_time (see all)
- সাপের কামড়ে ফের ওঝা গুনিনের দ্বারস্থ, ফলে মৃত্যু - June 1, 2023
- অমিল বেতন, বিক্ষোভে কর্মচারীরা - June 1, 2023
- কান্দিতে উদ্ধার তাজা বোমা - June 1, 2023