
নিউজটাইম ওয়েবডেস্ক : এখনও দেশে স্বাভাবিক হয়নি করোনা পরিস্থিতি। বহু রাজ্যে দাপট দেখিয়ে চলেছে কোভিড-ভাইরাস। সেই আবহে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীকে রবিবার ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে এখনও উর্ধ্বমুখী করোনার গতি। তাই সেখানে চিকিৎসাপর্ব কেমন চলেছে, কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে কতটা সক্ষম হচ্ছে তামিলনাড়ু রাজ্য সরকার সে বিষয়গুলির খোঁজখবর নিতেই এদিন ফোন করেন মোদী, এমনটাই খবর।
এদিকে স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে ভারতে করোনায় মৃত্যুর যে হার তা ব্যপক হারে কমতে শুরু করেছে। এই মুহুর্তে সেই হার দাঁড়িয়েছে ২.৪৯ শতাংশ। বিশ্বের নিরিখে যা সবচেয়ে কম। মন্ত্রকের তরফে বলা হয়েছে, “দেশের কেস ফ্যাটালিটি রেট (সিএফআর) উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। বর্তমানে তা ২.৪৯ শতাংশ। ভারতেই এই মৃত্যুর হার সবচেয়ে কম বিশ্বের তুলনায়।” গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩৯ হাজার জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লক্ষেরও বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৮১৬। তবে সুস্থ হয়ে উঠেছে ৬ লক্ষ ৭০ হাজার জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022