রাজ্যপালের ‘অসহ‌যোগিতা’, মোদীর কাছে নালিশ মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতায় আইসিএমআরের করোনা পরীক্ষা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানেও র‍াজ্যপালের ভূমিকা নিয়ে নাম না করেই সরব হলেন মুখ্যমন্ত্রী। এই ভিডিও কনফারেন্সে সামিল ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ‌যোগী আদিত্যনাথ।

বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী নাম না করে ধনকড়ের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কেন্দ্রের তরফ থেকে কোনোরকম বিরেধীতা আসেনি। অসহো‌যোগীতা করা হয়নি রাজ্যের সাথে। কিন্তু অন্য মানুষ করছে। বিভিন্ন সাংবিধানিক পদে থেকে অসহ‌যোগিতা করছে র‍াজ্যের সাথে।

করোনা আবহের প্রথম থেকেই রাজ্য-রাজ্যপাল লড়াই চুড়ান্ত প‌র্যায়ে চলছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে করোনা রোগীদের শেষকৃত্যের ব্যবস্থা, মৃত্যুর সংখ্যা, এমনকি সম্প্রতি বিধায়ক মৃ্ত্যু নিয়েও তুঙ্গে ওঠে রাজ্য-রাজ্যপাল ডুয়েল। এমনকি এই লকডাউনের মধ্যেই রীতিমত পত্র‌যুদ্ধ হয়েছে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ধনকড়ের মধ্যে।

বৈঠকে শুরু থেকেই কেন্দ্রের কাছে করোনা মোকাবিলায় বরাদ্দ বাকি অর্থের কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এখনও প‌র্যন্ত করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছ থেকে ১২৫ কোটি টাকা পেয়েছে রাজ্য। অন্যদিকে রাজ্যের খরচ হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। কেন্দ্রের কাছ থেকে এখনও ৫৩ কোটি টাকা পাবে রাজ্য। সেই পাওনা দ্রুত মিটিয়ে দেওয়ার ব্যবাস্থার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত এপ্রিল-মে মাসের জিএসটি বাবদ প্রায় ৪১৩৫ কোটি টাকা পাওনা আছে রাজ্যের। আম্ফানের জন্য রাজ্য ৫ হাজার কোটি টাকার আর্জি জানিয়েছিল রাজ্য, সে জায়গায় পাওয়া গেছিল ১ হাজার কোটি টাকা। এর সাথে সাথে মুখ্যমন্ত্রী এও জানান এই রাজ্যে করোনা চিকিৎসা হচ্ছে একেবারে বিনামূল্যে, গোটা বিশ্বকে এই কথা জানানো উচিত ‌যে এই একমাত্র রাজ্য ‌যেখানে করোনা চিকিৎসা একেবারে বিনামূল্যে হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে ৮১ টি করোনা ল্যাব আছে বর্তমানে, কিন্তু আরও ল্যাবের প্রয়োজন। এর সাথে সাথে এখনও প‌র্যন্ত ১০৬টি সেফ হাউস তৈরি হয়েছে, আরও তৈরি হবে।  এছাড়াও প্লাজমা ব্যাঙ্কও তৈরি করেছে রাজ্য, এর সাথে সাথে তৈরি করা হয়েছে কোভিড-ক্লাবও। কোভিড ক্লাবের কর্মকান্ড সম্পর্কে বিশদে বলার সময়ে সেই তথ্য লিখতে দেখা ‌যায় প্রধান মন্ত্রীকে।

‌যে পরীক্ষা কেন্দ্রের আজ উদ্বোধনী অনুষ্ঠানে ‌যোগ দেন সকলে, সেই পরীক্ষা কেন্দ্র নাইসেডের আওতায়। সেই কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী জানান, এরম বেশ কিছু পরীক্ষা কেন্দ্র রজ্যের অধীনে থাকলে অনেক বেশি সংখ্যক মানুষ উপকৃত হবেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube