
নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে সার্বিক লকডাউন। সেপ্টেম্বর মাসে এটি প্রথম লকডাউন। চলতি সপ্তাহেই আবার শেষের দিকে শুক্র ও শনিবার থাকছে মাসের দ্বিতীয় ও তৃতীয় সার্বিক লকডাউন। পর পর দুই দিনের এই লকডাউন এই সপ্তাহেই পড়ে যাওয়ায় হিসাব মতো একই সপ্তাহে তিনদিন লকডাউন থাকছে। আগামী সপ্তাহে অবশ্য কোনও লকডাউন থাকছে না। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন সেপ্টেম্বর মাসে আবার কবে কবে লকডাউন হবে সেটা ২০ সেপ্টেম্বরের মধ্যে জানিয়ে দেওয়া হবে।
সোমবার সকাল থেকেই শুরু হয়েছে সার্বিক লকডাউন। বন্ধ রয়েছে সমস্ত রকমের দোকানবাজার, গণপরিবহণ, অফিসকাছারি, ব্যাঙ্ক,আদালতও। রাজ্যের প্রতিটি জেলাতেই চলেছে কড়া নজরদারি। মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং। রাস্তায় বার হলেই পড়তে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে। কেন লকডাউনের মধ্যে বার হতে হয়েছে সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারলেই আটক করা হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে সঙ্গের চার চাকা বা দুই চাকার গাড়িও আটক করা হচ্ছে। তবে পুলিশ, দমকল, হাসপাতাল, সংবাদমাধ্যমের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের ছাড় দেওয়া হচ্ছে। আবার ওষুধ ও দুধের দোকানও খোলা রাখা হচ্ছে। রাজ্যে বন্ধ রয়েছে ট্রেন ও বিমান পরিষেবাও। কলকাতা সহ রাজ্যের প্রায় সব বড় শহরের রাস্তাঘাট রীতিমত শুনশান। জেলার ছবিও এক। তবে গ্রামীণ এলাকাগুলিতে লকডাউনের কোনও ছাপ পড়েনি। দোকানবাজার, হাট, গণপরিবহণ বন্ধ থাকলেও মানুষের জীবনযাত্রা সেখানে স্বাভাবিকই রয়েছে। এদিকে একই সপ্তাহে ৩ দিন লকডাউন পড়ে যাওয়ায় কিছুটা হলেও সমস্যায় পড়েছেন আমজনতা। যদিও লকডাউনের দিন নতুন করে আর পরিবর্তন করা হবে না বলেই ইঙ্গিত মিলেছে নবান্ন সূত্রে। একই সঙ্গে এটাও জানা গিয়েছে আগামী সপ্তাহে বিশ্বকর্মা পুজো, রান্না পূজো ও মহালয়া থাকায় নতুন করে আর লকডাউন ওই সপ্তাহে পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। এই সপ্তাহের শেষের দিকে নবান্নে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে স্পষ্ট যা জানাবার তা জানিয়ে দেবেন তিনি। তবে পুজোর চার-পাঁচদিন আগে পর্যন্ত রাজ্যজুড়ে এই সার্বিক লকডাউন চালাতে চায় রাজ্য। পুজোর সময় দুই সপ্তাহ, অর্থাৎ পুজোর এক সপ্তাহ আগে থেকে লক্ষ্মী পুজোর পরের দিন পর্যন্ত কোনও লকডাউন সম্ভবত থাকছে না। তবে তারপর ধনতেরাসের আগে দুই দিন বা তার বেশি লকডাউন ফেলা হতে পারে। তারপর ধনতেরাস থেকে রাসপূর্ণিমা পর্যন্ত কোনও লকডাউন থাকবে না বলেই মনে করা হচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022