
নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তরফ থেকে আজ রাজ্যগুলিকে আলাদা করে শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের ব্যবস্থা করার নির্দেশ দেন। সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি বলেন, কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকারগুলিকে শুধুমাত্র কোভিড ১৯ এ আক্রান্ত রোগীদের জন্য আলাদা করে হাসপাতালের ব্যবস্থা করতে বলে হয়েছে।
জয়েন্ট সেক্রেটারি লব আগরওয়াল জানান, খবর পাওয়া গেছে যে ইতিমধ্যেই গুজরাট, আসাম, ঝাড়খন্ড, রাজস্থান, গোয়া, কর্নাটক, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে রাজ্য সরকরাগুলি এই কাজ শুরু করে দিয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে আজকেই মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আজ সকাল থেকেই এখানে চিতিৎসারত রোগীদের অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে, এবং যাঁরা সুস্থ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর তরফ থেকে জানানো হয়, বর্তমানে দেশে ইনফেকশন জনিত কারণে মৃত্যুর সংখ্যা ১১। এবং আক্রান্তের সংখ্যা ৫৪৭।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022