
নিউজটাইম ওয়েবডেস্ক : ছুটির দিন রাজাবাজারে ফলের বাজারে বিধ্বংসী আগুন। রবিবার দুপুর দু’টো নাগাদ হঠাৎ করেই রাজাবাজারের ফলের বাজার থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁরা দমকলে খবর দেন। সাথে সাথেই ঘটনাস্থলে এসে পৌঁছায় দলকলের ১২ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় এইভাবে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
আজ ছুটির দিন হওয়ায় বাজারে অন্যদিনের তুলনায় একটু কম ভিড় ছিল। তাই আগুন লাগার পরেও এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকান্ডের পরে ঘটনাস্থলে ভিড় জমান সাধারন মানুষ। একইসাথে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নেভানোর কাজে লেগে পড়েন দমকল কর্মীরা। দীর্ঘক্ষন ধরে চেষ্টার পর অবশেষে কিছুটা নিয়ন্ত্রনে আসে আগুন। যদিও ততক্ষনে এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। এই ধোঁয়ার জেরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে কিছুক্ষনের মধ্যেই সেখন থেকে তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়। ভয়াবহ এই আগুনের ফলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। বিভৎস ভাবে পুড়ে গিয়েছে বাজারের পাশের একটি বাড়ি। বাজারের অধিকাংশ জিনিস ভস্মিভূত হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারন জানা যায়নি। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন দমকলের সুজিত বসু।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023