
নিউজটাইম ওয়েবডেস্ক : মধ্যপ্রদেশের মতো গোষ্ঠীকোন্দলে এবার রাজস্থান ‘হাত’ছাড়া হতে পারে কংগ্রসের। গত দু-তিনদিনের রাজনৈতিক পরিস্থিতি দেখে এমন সম্ভাবনা জিইয়ে দিলেন বিশেষজ্ঞরা। মরুরাজ্যে অনেকটা ফাটল বেড়েছে মুখ্যমন্ত্রী ও তাঁর ডেপুটির মধ্যে। অর্থাৎ অশোক গেহলট বনাম শচিন পাইলট দ্বন্দ্বে উদ্বেগ বেড়েছে গান্ধি পরিবারের। সূত্রের খবর, ১৯ জন বিধায়কের সমর্থন নিয়ে বিজেপির সঙ্গে আলোচনা চালাচ্ছেন শচিন পাইলট । যদি তিনি শিবির বদল করেন, তাহলে চাপে পড়বে রাজ্যের গেহলট সরকার। জানা গিয়েছে, সম্প্রতি বিশেষ তদন্তকারী দল জিজ্ঞাসাবাদের জন্য শচিন পাইলটকে ডেকে পাঠিয়েছিল। রাজ্য সরকার ফেলতে তৎপর বিজেপি। এই অভিযোগের সারবত্তা খুঁজতে গঠিত এই দল। এই সমন নিয়েই আরও বেড়েছে গেহলট-পাইলট দ্বন্দ্ব। রাজস্থান কংগ্রেস সূত্রে খবর, নয়জন ঘনিষ্ঠ বিধায়ক নিয়ে দিল্লি গিয়েছেন শচিন পাইলট। সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে আলোচনা করতেই তাঁর দিল্লি সফর। এমনটাই সূত্রের খবর।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022