
নিউজটাইম ওয়েবডেস্ক : সামনেই বিধানসভা নির্বাচন মেঘালয়ে। তার আগেই মেঘালয় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবারই মেঘালয় পৌঁছবেন তিনি।সঙ্গে থাকবেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শিলঙের স্টেট সেন্ট্রাল লাইব্রেরীতে প্রদেশ তৃণমূলের রাজ্য সম্মেলন রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের সুপ্রিমো মমতা।
১৪ ডিসেম্বর কলকাতা ফিরবেন মমতা।১৩ ডিসেম্বর আরও এক সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।কংগ্রেস ছেড়ে ১২ জন বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে।মেঘালয়ে এখন তৃণমূলই প্রধান বিরোধী দল। এই প্রথম মেঘালয় নির্বাচনে লড়বে তৃণমূল।তাই মেঘালয় সফরের মধ্যে নির্বাচনের কৌশল নিয়ে সেখানের কর্মীদের সঙ্গে আলোচনা করবেন তিনি।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023