
নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার ভার্চুয়াল জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা ইজেপি নেতা অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে রাজযৈতিক হিংসা হয় সবথেকে বেশি। গণতন্ত্রের ভুমিকা মুলত রাষ্ট্রকে শক্তিশালী করে তোলা, তার বদলে রাজ্যে এই গণতন্ত্রের নামেই চলে চরম দুর্নীতি।
এই জনসভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান গণতন্ত্রের নামে নির্বাচনের সময় শতাধিক বিজেপি কর্মীর প্রাণ গেছে এই রাজ্যে। শাসকদল বারবার নষ্ট করেছে রাজনৈতির পরিবেশ। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় শাসকদলকে রাজ্যে প্রচার চালাতে অগণতান্ত্রিক ভাবে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শাহ। তাঁর বক্তব্যে তিনি রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যাদের, বা সাইক্লোন আম্ফানে যাদের মৃত্যু হয়েছে তাদের সাথে সাথে শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারানো বিজেপি কর্মীদের। কেন্দ্রীয় মন্ত্রী তাঁর বক্তব্যে জানান, গোটা দেশ এখন গণতান্ত্রীক ভাবে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গই একমাত্র এখনও পর্যন্ত রাজনৈতিক রেষারেষির খাতিরে সেই অগ্রগতির থেকে বঞ্চিত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022