রাজনীতিবিদ ফাহাদের সঙ্গে ‘স্বরা’চিত বিয়ে

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।

অভিনেত্রী স্বরা ভাস্কর তাঁর অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছেন বলিউডে। তাঁকে যে অন্যান্য অভিনেত্রীদের মতো এক সারিতে ফেলা যায় না, তা ভালোই জানেন তাঁর ভক্তরা।তিনি সামাজিকভাবেও যথেষ্ট সক্রিয়। যেসব বিষয়ে সচরাচর অভিনেত্রীরা মুখ খুলতে চান না, স্বরা সেখানে অকপট হয়ে ওঠেন। সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনেও সক্রিয় ভুমিকায় দেখা গিয়েছিল তাঁকে।এই রাজনীতি সমর্থনই তাঁকে খুঁজে দিয়েছেন তাঁর জীবনসঙ্গী।  

বিয়ে করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। নিজেই সামাজিকমাধ্যমে সে কথা জানিয়েছেন। তবে বলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর মতো ডেস্টিনেশন ম্যারেজ করেননি।বিয়েতেও অক্ষুন্ন রেখেছেন তাঁর রুচি।সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে ৬ জানুয়ারি, ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’ এর আওতায় আইনি বিবাহ সেরে ফেলেছেন। বিয়েতে জাঁকজমক দেখা যায়নি। স্বরা বিয়েতে পরেছিলেন তাঁর মায়ের একটি লাল রঙের শাড়ি। সঙ্গে কন্ট্রাস্ট সাদা রঙের ব্লাউজ।এর সঙ্গে হালকা গয়না পরতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, দু বছর আগে এক প্রতিবাদ সভায় আলাপ হয় স্বরা-ফাহাদের। সেখান থেকে প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। আর এইবার আইনি এবং সামাজিক মান্যতা নিয়ে একে অপরের সঙ্গে হৃদয়ের বন্ধনে বাঁধা পড়লেন। সুখে থাকুক তাঁরা, প্রার্থনা ভক্তদের।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube