রবীন্দ্রজয়ন্তীতে বঙ্গ সফরে অমিত শাহ

।। স্বর্ণালী মান্না ।।

আজ ২৫শে বৈশাখ ।আজ কবিপ্রণামে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছান অমিত শাহ । আজ তাঁর সারাদিন জুড়ে রয়েছে নানান কর্মসূচি । রবীন্দ্রনাথের জন্মতিথিতে প্রথমেই সেরে নেন কবিপ্রণাম । কড়া নিরাপত্তায় মোড়া জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ।

সকাল ১১.১০ মিনিট নাগাদ তিনি পৌঁছে গেলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে । বিশ্বকবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন তিনি । এর পর ঘুরে দেখলেন ঠাকুরবাড়ি ও কবিগুরুর বংশ লতিকা ।এর পাশাপাশি তিনি চেয়ে নেন কবিগুরুর জন্মলগ্ন । কবিগুরুর জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তিনি ঠাকুরবাড়ির থেকে বেরিয়ে যান । তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার ।

বেলা ১২.৩০ টা নাগাদ পেট্রাপোলে এসে পৌছাল তাঁর হেলিকপ্টার । সেখানে তিনি উদ্বোধন করবেন পেট্রাপোল থানা ।এর পর তিনি বিএসেফের একটি অনুষ্ঠানে যোগ দেন । বক্তৃতা রাখলেন পেট্রাপোলের সভামঞ্চ থেকে । এর পাশাপাশি মৈত্রী গেটের শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।বিকেলে সায়েন্স সিটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রীর ।

এর আগে পয়লা বৈশাখে তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন । পুজো দিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরেও । তারপর রবীন্দ্রজয়ন্তীতে আবার বঙ্গে এলেন অমিত শাহ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube