
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার মানেই সপ্তাহের প্রথম দিন। এই দিনটিকে লক্ষ্মীর দিন বলা হয়। অনেকে মনে করেন রবিবারে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলে, অর্থ আসবে পকেটে। তবে ধনদেবীকে খুশি করা তো আর এত সহজ নয়, তাই সুখ-সমৃদ্ধি পাওয়ার উপায় জেনে নিন।
এক, অনেকে মনে করেন আজ সূর্যের আলোয় জল গরম করে, হলুদ এবং সেই গরম জল দিয়ে স্নান করলে সমস্ত অশুভ শক্তি দূরে চলে যায়। দুই, অনেকে মনে করেন, রবিবারে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হলে সূর্যদেবকে সন্তুষ্ট করতে হয়। তাই রবিবারে স্নান করে সূর্য প্রণাম করে, এক ঘটি জল নিবেদন করলে দেবতা সন্তুষ্ট হন। রবিবারে মাছকে খাওয়ানো অনেকে শুভ বলে মনে করেন। রবিবারে বাড়িতে যা রান্না হবে তা কেউ খাওয়ার আগে সরিয়ে রাখুন। এবং মাছকে খাওয়ান। রবিবারে পুজো দেওয়ার সময় মা লক্ষ্মীকে লাল চন্দন উৎসর্গ করুন।তাহলেই ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। হবে অর্থাগম।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023