রবিবারের রাশিফলে কী আছে?

নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ আপনি আনন্দে থাকবেন। আপনার মানসিক শান্তি থাকবে ভরপুর। আজ বন্ধু এবং পরিবারের সঙ্গে ব্যস্ত থাকবেন। আজ আপনি বাড়িতে ভালো সময় কাটাবেন। সঙ্গের সঙ্গে সম্পর্ক গভীর হবে। ব্যবসায় নতুন পদক্ষেপ করতে পারেন।

বৃষ: আজ ভালো চিন্তাভাবনা দিয়ে নিজের দিন শুরু করবেন। আজ প্রতিপক্ষের সঙ্গে যেকোনও ক্ষেত্রে জয় হবে আপনার। আজ ছাত্রছাত্রীদের উপর চন্দ্রের আশীর্বাদ থাকবে। সঠিক জীবন গঠনের দিকে এগিয়ে যেতে বাড়ির বড়দের পরামর্শ নিন।

মিথুন: আজ পারিবারিক কোনও বিষয় নিয়ে ব্যস্ত থাকবেন। আজ আয়ের নতুন কোনও উৎস খুলবে। প্রেমে আছেন যারা তারা সম্পর্কে নতুন পথা হাঁটতে চাইবেন।

কর্কট: আজ বাড়ির বড় দাদ বা দিদির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের পরামর্শ নিন। আজ মা বাবার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।

সিংহ: আজ ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে। ব্যবসা সংক্রান্ত কোনও ছোট ভ্রমণে যেতে পারেন। আজ নিজের সামাজিক যোগাযোগ বাড়ান। আজ পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

কন্যা: আজ আপনার বিনিয়োগ করা অর্থ থেকে ভালো লাভ হতে পারে। আজ অপ্রয়োজনীয় ক্ষেত্রে অর্থ খরচ না করে নিজের সঞ্চয় বাড়াবেন। আজ পারিবারিক অনুষ্ঠানে সঙ্গী খুঁজে পেতে পারেন।

তুলা: আজ ভাই বোনদের নিয়ে ব্যস্ত থাকবেন। আজ কর্মক্ষেত্রে সমর্থন পাবেন। আজ বন্ধুদের সমর্থনে নতুন কিছু শুরু করতে পারেন। আজ কোনও কাজ সম্পন্ন করতে আপনার সামাজিক যোগাযোগ কাজে আসবে।

বৃশ্চিক: আজ আপনার বিষন্ন লাগতে পারে। আজ আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন। আজ জোরে গাড়ি চালাবেন না। আজ আপনার মন খারাপ আনন্দে বদলে যাবে।

ধনু: আজ ব্যবসায় ভালো দিন কাটবে। যারা একা রয়েছেন তারা সঙ্গী খুঁজে পাবেন। সম্পর্কে দূরত্ব আসতে পারে। চাকরি খুজছেন যারা, তারা নতুন চাকরি পাবেন।

মকর: আজ ব্যবসায় আপনার যোগাযোগ কাজে আসবে। আপনার জ্ঞানে আজ লাভ আসবে। পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে। আপনি এবং আপনার সঙ্গীর মধ্যে ভালো বোঝাপড়া থাকবে।

 কুম্ভ: আজ আপনি কোনোও আধ্যাত্মিক স্থানে ঘুরতে যেতে পারেন। আজ কোনও যায়গায় অর্থ বিনিয়োগ করতে পারেন। আজ অর্থনৈতিক ক্ষেত্রে আপনার উন্নতি হবে। আজ আপনি প্রতিটি মুহূর্ত শান্তিতে কাটাবেন।

মীন: আজ আপনার মন বিষন্ন থাকতে পারে। আপনার লক্ষ্যপূরণে বাঁধা আসতে পারে। আজ অপ্রয়োজনীয় বিষয়ে বিনিয়োগ করবেন না। দম্পতিরা বিবাদ এড়িয়ে চলুন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube