
নিউজটাইম ওয়েবডেস্ক : ঈষা আম্বানির হোলি পার্টিতে যেন তারকাদের মেলা বসেছে। নিক-প্রিয়াঙ্কা থেকে শুরু করে হেভিওয়াট সেলেব জুটিরা এদিন উপস্থিত ছিলেন এই হোলির অনুষ্ঠানে। দোলের রং এদিন যেন রাঙিয়ে তুলেছে জীবনে প্রেমকে। হোলি পার্টিতে এদিন খোশ মেজাজে সকলে। তারই মধ্যে এবার ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। যতই লুকোছুপি থাকুকনা কেন, প্রেম যে গাঢ় হয়েছে তা আর বলাপ অপেক্ষা রাখেনা। ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের প্রেম যেন এবার জমে ক্ষীর। এদিন একটি প্রাইভেট পার্টিতে তাঁদের রং খেলার ছবি প্রকাশ্যে এল। সেখানেই দেখা গেল যতই লুকিয়ে রাখুকনা কেন, দুজনের রোম্যান্স এখন ভরপুর চলছে।
বেশ কিছুদিন ধরেই এই দুই বলি তারকার ডেট করার কথা শোনা যায় সবার মুখে। তবে বিষয়টি কেউই এখনও স্বীকার করেননি। কিন্তু দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা ঘনিষ্ঠরা বার বার স্বীকার করেছেন। তবে এবিষয়ে কোন ভাবেই মুখ খুলতে রাজি নন ক্যাটরিনা। কিন্তু যা রটে তার কিছুটাও তো ঘটে। হলির দিনে এবার দুজনকে দেখা গেল একে অপরের মুখে রং লাগাতে। ফোনের ক্যামেরার পাশাপাশি সাংবাদিকদের জন্যও রং মেখে পোজ দিলেন ক্যাট-ভিকি। এদিন একটি প্রাইভেট পার্টিতে আবিরের রঙে রাঙা হয় ক্যাটরিনা ও ভিকি। পুরো পার্টিতেই যেন একে অপরকে চোখে হারাচ্ছিলেন তাঁরা। এই হোলি পার্টির ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ভাইরাল হয় সেই ছবি। সাদা প্রিন্টেড টপ তার সাথে স্কার্ট ও দোপাট্টায় সেজেছিলেন ক্যাট অন্যদিকে নীল ডেনিমের সঙ্গে সাদা শার্ট পরেছেন ভিকি।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023