
নিউজটাইম ওয়েবডেস্ক :
রঙের খেলায় মাতল বলিউড
চারিদিকে এখন শুধু হোলির আমেজ। বলিউডে তো কথাই নেই। প্রতিবারের মতো এবার ও ছিল ইশা আম্বানির হোলি পার্টি আর তাতে উপস্থিত ছিলেন
বলিউডের তাবড় সেলেব্রিটিরা। সবার শুরুতে হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
সাদা ড্রেস ও হলুদ জুতো, ম্যাচিং পোশাকে গাড়ি থেকে নামলেন তারা। নিকের এই প্রথমবার হোলি উদযাপন। ইনস্টাগ্রামে তাঁর ঝলক মিলল। ছবি, ভিডিও শেয়ার করলেন নিক।
নাচ-গান করে, মজায় পিগি চপসের সাথে পার্টি করলেন নিক জোনাস। স্ত্রী প্রিয়াঙ্কা ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কে নিয়ে সেলফিও তুললেন তিনি।
প্রিয়াঙ্কা-নিকের পাশাপাশি ভিকি কৌশল, রাজকুমার রাও, জ্যাকলিন ফার্নান্ডেজ, হুমা খুরেশি-র মতো তারকাদেরও দেখা গেল আম্বানির হোলি পার্টিতে।
অপরদিকে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মাখোমাখো প্রেম ধরা পড়ে এই প্রাইভেট পার্টিতে। গোটা পার্টতে দুজনেই একে অপরকে চোখে হারাচ্ছিলেন। ছবি প্রকাশ হতেই তা ভাইরাল হয়।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022