
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
দেশজুড়েরঙের উৎসব। বসন্তের ফাগুন হাওয়ায় মুঠো মুঠো উড়ছে আবীর। বসন্ত উৎসবে মজেছেন ২২ গজের তারকারাও। আহমেদবাদে টিম ইন্ডিয়ার সাজঘরেও লাল সবুজ হলুদের সমাহার। বৃহস্পতিবার থেকে শেষ টেস্টে নামার আগে রোহিত বিরাটদের ড্রেসিং রুমও রঙিন হয়ে উঠল। ব্যাট বলের লড়াইয়ের আগে রঙের খেলায় মাতলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। বসন্তের রঙিন হলেন বিদেশিনীরাও। দিল্লি ক্যাপিটালসের সাজঘরে তিতাস-রাধাদের সঙ্গে রং ছড়ালেন বিদেশী মহিলা ক্রিকেটাররাও।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023