
নিউজটাইম ওয়েবডেস্ক : অনুব্রুতকে দিল্লি নিয়ে যাওয়ার পক্ষেই সায় দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এখন অনুব্রতকে দিল্লি নিয়ে জেরা করায় কোনও বাঁধা নেই। যদিও শনিবার রাত পর্যন্ত, গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া যায়নি। আজই সেই কাজ সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।
আজ অনুব্রত মন্ডল কে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে কলকাতার কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে শারীরিক পরীক্ষার পর ফিট সার্টিফিকেট নিয়ে এক চিকিৎসক ও অনুব্রত কে নিয়ে আকাশ পথে দিল্লি রওনা দেবে ইডি। যদিও সকাল থেকে সংশোধনাগারের সামনে কোন পুলিশী তৎপরতা চোখে পড়েনি। তবে হাইকোর্টের রায়ের কপি ইডি ইতিমধ্যেই সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে ইডি।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023